• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:০৯ পিএম

কারাগার থেকে পালাতে গিয়ে ২৫ জনের মৃত্যু

কারাগার থেকে পালাতে গিয়ে ২৫ জনের মৃত্যু

হাইতির কারাগার থেকে কমপক্ষে চার শতাধিক কয়েদি পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় কারাগারের পরিচালকসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হাইতির রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের কাছাকাছি ক্রয়িক্স-দেস-বুকেটস কারাগারে  এ ঘটনা ঘটে।  

এ ঘটনার পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) হাইতির যোগাযোগমন্ত্রী ফ্রাঞ্জ এক্সানতাস সংবাদ সম্মেলনে জানান, ছয় কয়েদি এবং বিভাগীয় পরিচালকসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন সাধারণ মানুষ ছিলেন। বন্দিরা তাড়াহুড়া করে পালানোর সময় এ মৃত্যুর ঘটনা ঘটে।

তিনি আরো জানান, কারাগার থেকে কয়েদি পালানোর আগ পর্যন্ত সেখানে দেড় হাজারের বেশি কয়েদি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তীব্র গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই কয়েদিরা পালাতে থাকে।

একই সময়ে এই কারাগার থেকে পালায় ক্ষমতাবান গ্যাং নেতা আর্নেল জোসেফ। তবে পালানোর কয়েক ঘণ্টা পরেই নিহত হয়েছেন তিনি। 

পুলিশের মুখপাত্র গেরি ডেসরোজিয়ার্স জানায়, মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় তাকে থামনো যায়নি। জোসেফ এই সময় এক পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করেন। তখন আত্মরক্ষার জন্য ওই পুলিশ কর্মকর্তা জোসেফকে গুলি করেন। মৃত্যুর পর পায়ে বেড়ি পরা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হাইতিতে এর আগেও কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। ২০১৯ সালে দেশটির একটি কারাগার থেকে ৭৮ জন কয়েদি পালায়। 

ক্রয়িক্স-দেস-বুকেটস এই কারাগারটি ২০১২ সালে চালু হয়। এই কারাগারে ৮৭২ জন কয়েদি রাখার ব্যবস্থা রয়েছে তবে সেখানে ধারণ ক্ষমতার বাইরে কয়েদিদের রাখা হয়েছে।