• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৬:১৪ পিএম

নিরাপত্তা আইনে হংকংয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা

নিরাপত্তা আইনে হংকংয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা

চীনের বিতর্কিত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪৭ জনের বিরুদ্ধে মামলার দায়ের করেছে হংকং। নতুন আইনে এটিই এ অঞ্চলের সবচেয়ে বড় মামলার ঘটনা। 

গত মাসে পুলিশের অভিযানে আটক ৫৫ জনের মধ্যেই রয়েছে অভিযুক্ত এই ৪৭ জনের নাম। সোমবার তাদেরকে আদালতে হাজির করা হবে।

গত বছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই আইন জারি করে বেইজিং। রাজনীতি বিশ্লেষকদের দাবি, হংকংয়ের বিপ্লবীদের মুখ বন্ধ করতে এবং এ অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নিয়েছে চীন। ধারণা করা হচ্ছে হংকং এর গণতন্ত্রপন্থীদের দমনেই এই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার। 

২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের পর থেকেই কঠোর অবস্থান নিয়েছে চীন। নিরাপত্তা মামলায় এই অভিযুক্তদের অনেকেই গণতন্ত্রপন্থী কর্মী এবং ২০২০ সালের নির্বাচনে বিরোধী দলকে সমর্থন দেয় তারা। চীন ও হংকংয়ের কর্মকর্তাদের দাবি সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিল অভিযুক্তরা।

কারাগারে আটক এই ৪৭ জনের মধ্যে ৩৯ জন পুরুষ এবং আট জন নারী রয়েছে। তাদের বয়স ২৩ থেকে ৬৪ বছর। সোমবার তাদের পশ্চিমাঞ্চলের শহর কোলুনের আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন