• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২১, ১০:০১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২১, ১০:০১ পিএম

ভারতীয় টিকা প্রতিষ্ঠানে চীনের সাইবার হামলা

ভারতীয় টিকা প্রতিষ্ঠানে চীনের সাইবার হামলা

ভারতের প্রধান টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট ও ভারত বায়োটেকের ওয়াবসাইটে হামলা চালিয়েছে চীনের সরকার সমর্থিত হ্যাকার দল। সাইবার তদন্ত সংস্থা সাইফার্মার অনুসন্ধানের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

বিশ্বের মোট করোনার টিকার ৬০ ভাগ উৎপাদন করছে ভারত। এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডের কোভিশিল্ড টিকার উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেরাম ইন্টিটিউট এবং ভারতের নিজস্ব প্রযুক্তির কোভ্যাক্সিন টিকা উৎপাদন করছে ভারত বায়োটেক।

সিঙ্গাপুর ও জাপানভিত্তিক প্রতিষ্ঠান সাইফার্মা জানায়, চীন সরকারের হ্যাকার দল এপিটি১০ ওরফে স্টোন পান্ডা ভারতের দুটি প্রতিষ্ঠানের অনলাইন অবকাঠামো ও টিকা সরবরাহের সফটওয়্যারে অনুপ্রবেশের চেষ্টা করেছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ এর সাবেক কর্মকর্তা ও সাইফার্মার প্রধান নির্বাহী কুমার রিতেশ জানান, “ভারতের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহে বাধা দিতে ও গোপন তথ্য বিকৃতির চেষ্টা চালাতেই সাইবার হামলা করে চীন।” 

তবে এই অভিযোগের ব্যাপারে ভারত বায়োটেক, সেরাম ইন্সটিটিউট কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্তব্য করেনি।

আরও পড়ুন