• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৯:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৯:৪১ পিএম

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সেনা অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানায় সংস্থাটি।

এদিকে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত সংসদীয় কমিটি স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ কাউন্সিলকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে আইনপ্রণেতাদের একটি জোট। তাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধিদের বেআইনিভাবে বন্দি করা এবং চলমান আন্দোলনে হামলার মাধ্যমে এই পরিষদ সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। মিয়ানমারের স্থানীয় বার্তাসংস্থা ইরাবতীতে এক বিবৃতিতে এই দাবি করে সংগঠনটি।

অন্যদিকে মঙ্গলবারও ইয়াঙ্গুনসহ প্রধান শহরগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভের পর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ফাকা গুলি ছোড়ে পুলিশ। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।