• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ১১:৩১ এএম

আফগানিস্তানে হামলা

তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে একটি বেসরকারি টেলিভিশনের ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে জানা যায়, আফগানিস্তানের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। দুটি পৃথক হামলায় গুলি করে ৩ সাংবাদিককে হত্যা করা হয়েছে। নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছর। তারা বেসরকারি টেলিভিশন "ইনিকাস" এর ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি।

পুলিশ জানায়, এই ঘটনার প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে তালেবানরা এই হামলায় জড়িত থাকার দায় স্বীকার করেনি।

নিহত নারী সাংবাদিকের মধ্যে একজন হলেন মুরসাল ওয়াহিদি। তিনি বাড়ি ফেরার সময় এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। বাকি দুইজন হলেন শাহনাজ এবং সাদিয়া। তারাও বাড়ি ফেরার সময় আলাদা আলাদা হামলার শিকার হন। 

দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিরা তালেবানের হামলার শিকার হচ্ছেন। এর আগে ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ নামের এক নারী সাংবাদিক আইএসের হামলায় নিহত হন।