• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০২:৫৩ পিএম

সৌদি যুবরাজের বিরুদ্ধে তদন্তের আবেদন

সৌদি যুবরাজের বিরুদ্ধে তদন্তের আবেদন

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের আবেদন করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, জার্মানির আন্তর্জাতিক বিচার আইনের অধীন ফৌজদারি মামলায় এ তদন্তের আবেদন করা হয়। খাশোগিসহ আরও কয়েকজন সাংবাদিকের ওপর নির্যাতনের অভিযোগও করা হয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে রাষ্ট্রীয় নীতির সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। সোমবার (১ মার্চ) জার্মানির কার্লশ্রুসে কেন্দ্রীয় বিচার আদালতে এ সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সৌদি আরবে কারাদণ্ড দেওয়া রাইফ বাদউইসহ ৩৪ সাংবাদিকের বিস্তারিত তথ্য প্রতিবেদনে রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে খাশোগি হত্যার পরামর্শক হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এ দায় অস্বীকার করে দুর্বৃত্তদের হামলায় খাশোগি নিহত হয়েছেন বলে দাবি করে।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ছিলেন।