• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৫:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৬:০৩ পিএম

ব্রাজিলে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু

ব্রাজিলে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। বুধবার দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৯১০ জনের। যা এ পর্যন্ত দেশটির দৈনিক মৃত্যুর সর্বোচ্চ হার। 

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৭২ হাজার মানুষ। মঙ্গলবারেও দেশটিতে মৃত্যুর সর্বোচ্চ হার রেকর্ড করা হয়। তাই টানা দুই দিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনায় দেশে জরুরি অবস্থা ‘কোড রেড’ জারি করেছে সরকার।

এই পরিস্থিতিকে আতঙ্কজনক আখ্যা দিয়েছে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য সংস্থা ফিওক্রুজ।

বর্তমানে ব্রাজিলে করোনায় আক্রান্তের মৃতের সংখ্যা আড়াই লাখের বেশি। বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে দেশটি।

এছাড়াও মোট এক কোটি ৬০ লাখ মানুষ দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।