• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৯:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৯:৫৫ পিএম

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

স্থানীয় সময় শুক্রবার (বৃহস্পতিবার মধ্যরাতের পর) নিউজল্যান্ডের গিসবোর্নে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মূল শহর থেকে ১৭৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলমিটারের মধ্যে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল চিহ্নিত করা করেছে মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র। উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

মধ্যরাতে বড় ধরণের ভূকম্পনের পর অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্যে সবাইকে নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া বিষয়ক অনলাইন মাধ্যম জিওনেটের ওয়েবসাইটে এ পর্যন্ত ৬০ হাজার মানুষ গিসবোর্নের আশেপাশের এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান। তবে এ পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে উপকূলীয় এলাকায় এক থেকে প্রায় সাড়ে তিন ফুট উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

আরও পড়ুন