• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০২:১৪ পিএম

নেপালে পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

নেপালে পুলিশের গুলিতে  ভারতীয় যুবক নিহত

নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আনন্দবাজার। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাপ্পু সিং নামে আরো এক যুবক।

বৃহস্পতিবার গভীর রাতে নেপালের বেলোরি বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম গোবিন্দ সিং (২৬)।

উত্তর প্রদেশের সীমান্তবর্তী পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানান, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে ৩ বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনও বিষয় নিয়ে ওই ৩ জনের মধ্যে বচসা হয়।এর মধ্যেই নেপাল পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার।

জয়প্রকাশ আরও জানান, গোবিন্দর অন্য দুই সঙ্গীর মধ্যে পাপ্পু এখনও নিখোঁজ। গুরমিত ভারতে ফিরে আসেন। 

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।