• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ০১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২১, ০৪:৩১ পিএম

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২০

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২০

সোমালিয়ায় একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানায়।

শুক্রবার( ৫ মার্চ) দেশটির রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরই আশেপাশে ধোঁয়ায় ঢেকে যায়। এরপর গোলাগুলি শুরু হয়। এই বিস্ফোরণে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুল কাদির আদেন বলেন, "এ পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মৃতদেহ এবং ৩০ জন  আহত ব্যক্তিকে উদ্ধার করেছি।"

এদিকে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আফ্রিকার শিং খ্যাত এলাকার দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাত করতে এবং নিজেদের শাসন প্রতিষ্ঠায় 'আল শাবাব' সোমালিয়া এবং আরো কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়। শুক্রবারের হামলার পর প্রাথমিকভাবে আল শাবাবকেই সন্দেহ করা হচ্ছে।