
ইয়েমেনে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
দেশটির সরকার সমর্থিত বাহিনী এবং ইরান সমর্থিত হুতি বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে রয়টার্স।
শনিবার (৬ মার্চ) ইয়েমেনের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। এ সংঘর্ষে এ পর্যন্ত সরকারি বাহিনীর ৩২ জন এবং হুতি বাহিনীর ৫৮ জন নিহত হয়েছে। দুই বাহিনীর মধ্যে ইয়েমেনের মোট ছয়টি স্থানে সংঘর্ষ হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন হুতিদের মারিব আক্রমণ না করার জন্য আহ্বান জানান। তিনি ইয়েমেনে ১৯ কোটি ১০ লাখ ডলার সাহায্য ঘোষণা করেছেন।
ব্লিনকেন জানান, শুধু সাহায্য দিলে ইয়েমেনের সংঘর্ষ থামবে না। যুদ্ধ শেষ করেই কেবল এই সংকট থামানো যাবে।
এছাড়া গত মাসে উত্তর ইয়েমেনে সরকারপন্থী বাহিনীর শক্ত ঘাঁটি মারিব ছিনিয়ে নিতে শিয়া বাহিনী আক্রমণ চালায়। এই মারিব শহর হারানোটা ইয়েমেনের সরকারের জন্য বড় ধাক্কা হতে পারে। পাশাপাশি এটা সৌদি আরবের জন্যও বড় ধাক্কা হতে পারে।