• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৪:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০৭:১৬ পিএম

গিনিতে অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ২০, আহত ৬০০

গিনিতে অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ২০, আহত ৬০০

আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির এক মিলিটারি ব্যারাকে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নাগুয়েমার বিবৃতির বরাতে এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রেসিডেন্ট নাগুয়েমার জানান, সেনাবাহিনীর অস্ত্রাগারে অসতর্কতাবসত ডিনামাইট বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে বিস্ফোরণ হয়। এতে দেশটির মংডোং এনকুয়ান্তোমার প্রধান শহর বাটার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেওডোরো ওবিয়াং নাগুয়েমা জানান, বিস্ফোরণে বাটার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সহায়তারও আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে প্রচুর ধোঁয়া ও ধ্বংসস্তূপের ছবি দেখা যায়। ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ করছেন উদ্ধারকারীরা।

বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। হতাহতদের স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।