• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৮:৫০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২১, ০৮:৫০ এএম

কলকাতায় বহুতল ভবনে আগুন, ৭ জনের মৃত্যু

কলকাতায় বহুতল ভবনে আগুন, ৭ জনের মৃত্যু

কলকাতার ইডেন গার্ডেনের স্টেডিয়াম সংলগ্ন স্ট্যান্ড রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

সোমবার (৮ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি জানায়, আনুমানিক রাত ৭টায় বহুতল ভবনের ১৩ তলায় আগুন লাগে। ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দপ্তর। আগুন নেভাতে কাজ করেছে ১৪টি দমকলের গাড়ি।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন,  আগুনের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরা আগুন নেভাতে ভবনের উপরের তলায় উঠেছিলেন। এছাড়াও ভবনের ভেতরের লিফটে কেউ আটকে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।খবর পেয়ে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো দুই জন নিখোঁজ রয়েছেন। 

অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা দু:খজনক। রেলের ভবনে আগুন লেগেছে তবে রেল মন্ত্রণালয় থেকে কেউ পুলিশের সঙ্গে কোনও সহযোগিতাও করেননি।"

নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়া হবে।