• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২১, ০৭:০২ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

জাপানের প্রধানমন্ত্রীর বাংলায় ‘ধন্যবাদ’, ট্রুডোর শুভেচ্ছা

জাপানের প্রধানমন্ত্রীর বাংলায় ‘ধন্যবাদ’,  ট্রুডোর শুভেচ্ছা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্বনেতারা।

বক্তব্যে বাংলাদেশকে স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পেছনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন বঙ্গবন্ধুর কারণেই সম্ভব হচ্ছে বলেও মনে করেন তিনি। এসময় ট্রুডো তাঁর বাবার সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন।

৫০ বছরে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন আর শিক্ষার প্রসারে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে ট্রুডো আরো বলেন, বাংলাদেশে অগ্রযাত্রায় সবসময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে কানাডা। ইংরেজির পাশাপাশি ফরাসী ভাষাতেও নিজের বক্তব্য দেন ট্রুডো।
 
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়েশোহিদে সুগা দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের শুভেচ্ছা দেন। জাপানের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ পাশে ছিল বলেও ধন্যবাদ জানান।

অর্থনৈতিক উৎকর্ষতা অর্জনে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বাংলাদেশের এই উদযাপনে আমন্ত্রণের জন্যে বাংলা ভাষাতেও 'ধন্যবাদ' দেন তিনি।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে জাপান প্রথম সারিতে ছিল উল্লেখ করে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের জন্য জাপানকে মডেল রাষ্ট্র হিসেবে দেখতেন বলেও তাঁর প্রশংসা করেন তিনি। জাপান ও বাংলাদেশের ভৌগলিক সাদৃশ্য তুলে ধরেও দুদেশের সম্পর্কের ইতিবাচক দিক আলোচনা করেন সুগো।

কানাডা, জাপান ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন