• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৯:০৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২১, ১০:৪৯ এএম

টিকা রপ্তানি বন্ধ করেছে ভারত

টিকা রপ্তানি বন্ধ করেছে ভারত

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। বিবিসি এ তথ্য জানায়।

বুধবার (২৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় টিকার চাহিদা বেড়ে গেছে। নিজেদের চাহিদার জোগান দিতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে ভারতে এই নিষেধাজ্ঞার ফলে ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে বিবিসির খবরে জানানো হয়।

ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে প্রায় ৬ কোটিরও বেশি করোনা টিকার ডোজ রপ্তানি করেছে। যার বেশির ভাগই সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।