• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৩:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৩:২১ পিএম

সু চির কার্যালয়ে বোমা হামলা

সু চির কার্যালয়ে বোমা হামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে ককটেল হামলা করা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানায়, শুক্রবার (২৬ মার্চ) ভোরে এ হামলা হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ১৫ মিনিটে তিন অজ্ঞাতনামা ব্যক্তি সেনাবাহিনীর হাতে আটক স্টেট কাউন্সেলর অং সান সু চির কার্যালয়ে সামনে ভাঙচুর চালায় এবং ভেতরে বিস্ফোরক ছুড়ে মারে। খবরে এই বোমাসদৃশ বিস্ফোরকগুলো মল্টভ ককটেইল বলে উল্লেখ করা হয়েছে।

হামলার পর ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। ফলে কার্যালয়টিতে তেমন গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে। এ ছাড়া হামলার সময় ভবনে এনএলডির কোনো নেতা-কর্মী ছিলেন না বলেই জানা গেছে।

ককটেল হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করছেন এনএলডির নেতারা। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের স্টেট কাউসেলরসহ ক্ষমতাসীন দলকে উৎখাত করে দায়িত্ব নেয় সেনা সরকার। এরপর থেকেই বিক্ষোভ আর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটি।

আরও পড়ুন