
বছরের শুরুতেই রাশিয়ার দুই ডোজের করোনা টিকা, স্পুটনিক ফাইভ গ্রহণ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেজ। শুক্রবার ৬২ তম জন্মদিন পালন করেন এই রাষ্ট্রনেতা। কিন্তু সেদিনই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
শনিবার এক টুইটে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানান, করোনা আক্রান্ত হলেও তিনি সার্বিকভাবে সুস্থ আছেন। জন্মদিনে এমন খবর হতাশাজনক হলেও সবাইকে ভালো আছেন বলেই নিশ্চিত করেছেন ফার্নান্দেজ। রয়টার্স জানায়, আপাতত আইসোলেশনে থেকেই প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন।
এদিকে আলবার্তো ফার্নান্দেজের করোনা ধরা পড়ার পর তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতিতে দেয় রাশিয়ার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান গামালেয়া ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটি জানায়, স্পুটনিক ফাইভ করোনা প্রতিরোধে ৯১ দশমিক ছয় ভাগ কার্যকর এবং শতভাগ নিরাপদ। এছাড়াও টিকা নেয়ার পর কেউ করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হলেও টিকার কার্যকারিতার ফলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে।
গত এক বছর ধরেই আর্জেন্টিনাতে করোনা প্রতিরোধে নিয়মিত লকডাউন দেয়া হচ্ছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৭৩ হাজার। মৃতের সংখ্যা ৫৬ হাজার। টিকা নিয়েছেন প্রায় ৬ লাখ ৮৩ হাজার মানুষ।