• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ১১:২৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২১, ১১:২৮ এএম

গৃহবন্দি জর্ডানের সাবেক যুবরাজ হামজাহ

গৃহবন্দি জর্ডানের সাবেক যুবরাজ হামজাহ

গৃহবন্দি করা হয়েছে জর্ডানের সাবেক যুবরাজ ও বর্তমান বাদশাহ আবদুল্লাহর সৎভাই হামজাহ বিন হুসেইন। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য উঠে এসেছে।

বিবিসি জানিয়েছে, হামজাহ বিন হুসেইনের বক্তব্যের একটি ভিডিও তারা হাতে পেয়েছে। যেটি তাদের সরবরাহ করেছে সাবেক এই যুবরাজের আইনজীবী। সেখানে হামজাহ তার দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হেনস্তা করার অভিযোগ করেছেন।

সাবেক যুবরাজ হামজাহ অভিযোগ করেন, তার আবাসস্থলে ইন্টারনেট সংযোগ এবং ফোনের লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

সম্প্রতি জর্ডানে কথিত অভ্যুত্থানের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। তারপরই হামজাহকে গৃহবন্দি করার অভিযোগ উঠে আসলো।

অবশ্য জর্ডানের সামরিক বাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, হামজাকে গৃহবন্দি করে রাখার হয়নি।