• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২১, ০৪:৪৭ পিএম

ইতালি ও ফ্রান্সে তৃতীয় দফা লকডাউন

ইতালি ও ফ্রান্সে তৃতীয় দফা লকডাউন

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ সামলাতে ইস্টার সানডের ছুটিতে লকডাউন ঘোষণা করলো ইউরোপের দুই দেশ। রোববার (৪ এপ্রিল) থেকে দেশজুড়ে তৃতীয় দফায় লকডাউন জারি হয়েছে ফ্রান্স ও ইতালিতে।

বিবিসি জানায়, ফ্রান্সে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব স্কুল-কলেজ, অফিস-আদালতসহ সব প্রতিষ্ঠান আগামী চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এছাড়াও সোমবারের পর ঘর থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে গেলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফিউ।

দেশটিতে এ পর্যন্ত প্রায় ৪৮ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৬ হাজার রোগী। এদিকে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি দেশটি আইসিইউ সংকটে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। যদিও হাসপাতালের আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

অন্যদিকে ইতালিতে অন্তত ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। প্রায় সবগুলো রাজ্যেই সর্বোচ্চ করোনা সংক্রমণের কারণে বেশ কিছু এলাকাকে ‘রেড জোন’ বা বিপদজনক ঘোষণা করা হয়েছে। লকডাউনের সময় জনসমাগম বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে গির্জাতে প্রার্থনা করা যাবে। তবে নিজ এলাকার বাইরে কেউ কোন ধর্মীয় অনুষ্ঠান বা গির্জাতে যেতে পারবে না। মাসের শেষ পর্যন্ত রেড ও অরেঞ্জ জোন চিহ্নিত এলাকায় লকডাউন জারি থাকবে।

ইতালিতে এ পর্যন্ত প্রায় ৩৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় এক লাখ ১০ হাজারের বেশি রোগী।

আরও পড়ুন