• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৯:৪১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২১, ০৯:৪১ পিএম

বিধানসভা নির্বাচন

মোট ভোটার ৯০, ভোট পড়লো ১৮১!

মোট ভোটার ৯০, ভোট পড়লো ১৮১!

ভারতের আসামে বিধানসভা নির্বাচনে এক বুথে মোট ভোটারের প্রায় দ্বিগুণ ভোট পড়েছে। ডিমা হাছাও জেলার একটি স্কুলে ১ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণে এই অনিয়ম ধরা পড়ে। ডিমা হাছাও আসনের নিবন্ধিত ভোটার ৯০ জন হলেও ১৮১টি ভোট দেওয়া হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) এ ঘটনায় ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এই কেন্দ্রে পুনরায় ভোট হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও জানান, জিজ্ঞাসাবাদে পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার দুজনই নিবন্ধিত ভোটারদের বাইরে বহিরাগতদের ভোট দিতে সুযোগ দেওয়ার কথা স্বীকার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় এক সেক্টর অফিসার, এক প্রজাইডীং অফিসার ও তিন পোলিং এজেন্টকে তাৎক্ষনিক বহিষ্কার করে কমিশন। 

এ নিয়ে গত এক বছরে আসামে দুইবার ভোটে অনিয়ম ধরা পড়লো।

আরও পড়ুন