
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় রোববার রাতে আয়োজন হয় মিসেস শ্রীলঙ্কা ২০২০-এর ফাইনাল। দেশসেরা সুন্দরীদের মধ্যে থেকে বাছাই হয়ে ফাইনালে আসেন তিন প্রতিযোগী। এরপর সেরাদের সেরা ঘোষিত হন পুষ্পিকা ডি সিলভা। তাকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন আয়োজকরা। কিন্তু বিপত্তির শুরু এরপরই।
গতবারের চ্যাম্পিয়ন মিসেস শ্রীলঙ্কা ২০১৯, ক্যারোলিন জুরি এ সময় মঞ্চে উপস্থিত হয়ে কেড়ে নেন পুস্পিকার মুকুট। টানাহেঁচড়ায় মাথায় আঘাত পান পুষ্পিকা ডি সিলভা।
ক্যারোলিন দাবি করেন, পুষ্পিকা তালাকপ্রাপ্ত আর তাই প্রতিযগিতার নিয়ম অনুসারে মিসেস শ্রীলঙ্কা খেতাব পাওয়ার যোগ্য নয় সে। এরপর প্রথম রানারআপ হওয়া প্রতিযোগীকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন তিনি। এদিকে কাঁদতে কাঁদতে মঞ্চ ছাড়েন পুষ্পিকা।
রোববার বিজয়ীর মুকুট মাথায় দিয়েই অনুষ্ঠান শেষ করেন প্রথম রানারআপ নারী। অন্যদিকে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন পুষ্পিকা ডি সিলভা।
অনুষ্ঠান শেষে এক বিবৃতিতে পুষ্পিকা ডি সিলভা জানান, এই মুহূর্তে স্বামীর কাছ থেকে আলাদা থাকলেও তাদের মধ্যে ডিভোর্স হয়নি। ফলে মিসেস শ্রীলঙ্কা খেতাব অর্জনে তার কোনো বাধা থাকার প্রশ্নই ওঠে না। পুষ্পিকার এই দাবি মেনে নিয়ে তাকে পুনরায় বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত জানান আয়োজকরা।
শ্রীলঙ্কার দেশসেরা সুন্দরীদের সবচেয়ে বড় প্রতিযোগিতায় এমন অঘটনে স্তব্ধ গোটা দেশ। বিবিসি জানায়, আয়োজক প্রতিষ্ঠান মিস ওয়ার্ল্ড শ্রীলঙ্কার প্রধান পরিচালক চন্দিমাল জয়সিংহ ও মিস শ্রীলঙ্কা ২০১৯ ক্যারোলিন জুরিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।