• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ১১:২১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ১১:২৯ এএম

করোনায় এক দিনে ব্রাজিলে রেকর্ড মৃত্যু

করোনায় এক দিনে ব্রাজিলে রেকর্ড  মৃত্যু

করোনাভাইরাসে ঊর্ধ্বগতি এখন বিশ্বজুড়ে। এর মধ্যেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এক দিনের মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় (এক দিনে) দেশটিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৪ হাজার ২১১ জনের।

বিবিসি জানায়, দেশটিতে নতুন শনাক্তের সংখ্যাও কম নয়। ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকালে করোনাভাইরাসে পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিলের অবস্থান। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃত্যু ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের।

এদিকে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।