• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ০৬:২৮ পিএম

মিয়ানমারে পুড়ছে চীনের পতাকা, কারখানায় আগুন

মিয়ানমারে পুড়ছে চীনের পতাকা, কারখানায় আগুন

মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত সাত বিক্ষোভকারী। এ নিয়ে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮০ জনে। 

এছাড়া দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে একটি চীনা পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বিক্ষোভের সময় চীনের পতাকাও পোড়ানো হয়েছে আজ। ইয়াঙ্গুনের জেওসি গার্মেন্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইয়াঙ্গুনের বিক্ষোভে চীনের জাতীয় পতাকায় আগুন দেন বিক্ষুব্ধ জনতা। মূলত মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি চীনের সমর্থনের কারণেই দেশটির প্রতি ক্ষুব্ধ আন্দোলনকারীরা। গত মাসে চীনের ৩২টি কারখানায় হামলা করেন আন্দোলনরতরা।

বুধবার উত্তর পশ্চিমাঞ্চলের কেইল শহরে বিক্ষোভে সরাসরি গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এছাড়া ইয়াঙ্গুনের কাছে বোগো শহরে আরও দুই আন্দোলনকারী পুলিশের গুলিতে মারা যায়।

আরও পড়ুন