• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ১১:১৬ এএম

অনুমতি ছাড়া ওমরাহ করলে গুনতে হবে জরিমানা

অনুমতি ছাড়া ওমরাহ করলে গুনতে হবে জরিমানা

অনুমতি ছাড়া ওমরাহ করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। কেউ যদি অনুমতি ছাড়া ওমরাহ পালন করেন তাকে ১০ হাজার সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়। 

আরব নিউজ জানায়, মহামারি শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এ বিষয়টি পর্যালোচনা করা হবে। তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

আবেদনের নিয়মাবলি সম্পর্কে জানানো হয়, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই কোভিড টিকা নিতে হবে। তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদনকারীর রোগপ্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।

এর আগে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করবেন।