• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৭:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০৭:২০ পিএম

ভারতে আবারও সর্বোচ্চ সংক্রমণ, দিল্লিতে চতুর্থ ঢেউ

ভারতে আবারও সর্বোচ্চ সংক্রমণ, দিল্লিতে চতুর্থ ঢেউ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময় মারা গেছে ৮৩৯ জন রোগী। ফলে এক মাসের মধ্যেই শনাক্তের আগের রেকর্ড ভাঙলো দেশটি।

রোববার (১১ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, এই মুহূর্তে দেশটিতে মাসিক করোনা সংক্রমণের হার আগের যেকোন সময়ের চাইতে সাড়ে তিন গুন বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ পর্যন্ত ভারতের এক কোটি ৩৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৯ হাজার রোগী।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল জানান, “রাজধানীতে তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। করোনার এই চতুর্থ ঢেউ কেবল লকডাউন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না।”

গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দিল্লির টিকার মজুদও শেষ হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমন অবস্থায় বাসায় ভারত সরকারের কাছে বাসায় গিয়ে টিকাদানের ব্যবস্থা করা ও করোনা পরীক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন কেজরিয়াল।

আরও পড়ুন