• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০৮:০১ পিএম

পাকিস্তানে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

পাকিস্তানে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

২০২১ সালের প্রথম চার মাসের মধ্যেই করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো পাকিস্তান। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে টানা ছয় দিন দেশটিতে শতাধিক করোনা রোগীর মৃত্যু হলো। রোববার ডন, জিও নিউওজসহ বেশ কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশিত হয়।

রোববার (১১ এপ্রিল) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ জন। এ পযন্ত মোট আক্রান্ত সাত লাখ ২১ হাজার এবং মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৪৩ জনের।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টারের তথ্যমতে, প্রিতিদিনই দেশটিতে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

সংক্রমণ রোধে পাকিস্তানে সপ্তাহে দুই দিন করে লকডাউন জারি হচ্ছে। বন্ধ রাখা হয়েছে নয়টি শহরের স্কুল কলেকজসহ বেশ কিছু প্রতিষ্ঠান। তারপরেও সংক্রমণের হার লাগামছাড়া। রোববার দেশটির শনাক্তের হার রেকর্ড ১০ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে।

আরও পড়ুন