• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৯:৫৮ পিএম

হাসপাতাল থেকে গায়েব ৩২০ ডোজ টিকা

হাসপাতাল থেকে গায়েব ৩২০ ডোজ টিকা

করোনা সংক্রমণ বেড়ে চলেছে ভারতজুড়ে। এরমধ্যেই টিকা কার্যক্রমও চলছে। নতুন টিকা সরবরাহের পাশাপাশি সাধারণ জনগণের টিকাপ্রদানের কার্যক্রম চলছে পুরোদমে। তবে টিকার চলমান কার্যক্রমের মধ্য়েই ভারতের রাজস্থানের একটি হাসপাতাল থেকে ঘায়েব হয়ে গেল ৩২০টি ডোজ টিকা।

বুধবার ( ১৪ এপ্রিল) এনডিটিভি খবরে জানায়, রাজস্থানের জয়পুরের সরকারি হাসপাতাল এইচবি কানওয়াটিয়ার কোল্ড স্টোরেজে রাখা বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ৩২০টি ডোজের খোঁজ মিলছে না। গত রোববার টিকার ডোজগুলো চেক করা হয়। তখন সব ঠিক ছিল। 

গত সোমবার নতুন ৪৮৯ ডোজ টিকা কোল্ড স্টোরেজে রাখা হয়। ওই দিন টিকা ডোজগুলো পুনরায় চেক করা হলে ৩২০টি ডোজের হিসাবে গরমিল হয়। ভালোভাবে তদারকির পর দেখা যায়, সেখানে ৩২০টি টিকার ডোজ কম রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোল্ড স্টোরজের বাইরে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। এরপরও কীভাবে টিকা গায়েব হলো তা তদন্ত করে দেখা হবে।

এ ঘটনার বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।