• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ১০:২৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ১০:৫৬ এএম

টিকা নেওয়ার পরও আক্রান্ত যোগী আদিত্যনাথ

টিকা নেওয়ার পরও আক্রান্ত যোগী আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) টুইট বার্তায় যোগী আদিত্যনাথ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আরও কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

যোগী আদিত্যনাথ ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছিলেন। যে টিকাটি মাত্র সপ্তাহখানেক আগে ভারতীয়রা তৈরি করেন। করোনা শনাক্তের পর আপাতত বাড়িতে আইসোলেশনে থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।

টুইটে যোগী আদিত্যনাথ লিখেন, “আমার কার্যালয়ের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছি বলে মনে করি।”

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, যোগী আদিত্যনাথ ৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল তাকে।