• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২১, ০২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে ফেডেক্স ভবনে বন্দুক হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রে ফেডেক্স ভবনে বন্দুক হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

নিউইয়র্ক টাইমস জানায়, ইন্ডিয়ানাপোলিস শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফেডেক্সের একটি গুদামে এই হামলা হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারী নিজেও গুলিতে আত্মহত্যা করেছেন। 

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতের পর ইন্ডিয়ানাপোলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গোলাগুলির খবর পান তারা। পরে সেখান থেকে আটটি মরদেহ উদ্ধার করা হয়। হতাহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী অটোমেটিক রাইফেল নিয়ে ফেডেক্সের ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে হামলাকারী কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলেই নিশ্চিত করেছে পুলিশ।

কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। মার্চের মাঝামাঝি সময়ে আটলান্টার তিনটি পার্লারে হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করা হয়। এর কয়েক দিন পরেই কলোরাডোর একটি মুদিদোকানে হামলায় ১০ জন নিহত হয়। এসব ঘটনার জেরে দেশটির অস্ত্র আইন পরিবর্তন ও ব্যক্তিগতভাবে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার বন্ধের ইঙ্গিত দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন