• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০৭:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২১, ০৭:৫৫ পিএম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মনমোহন সিং

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মনমোহন সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এনডিটিভি খবরে জানায়, সোমবার মনমোহন সিংয়ের করোনার রিপোর্ট পজিটিভ আসে। তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এমস) ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক জানান, মনমোহন সিংকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তাকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক কংগ্রেস নেতার পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। 

৮৮ বছর বয়সী মনমোহন সিং সম্প্রতি অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করান।

এর আগে রোববার (১৮ এপ্রিল) করোনা মহামারির দ্বিতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর দিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মনমোহন সিং।


গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১,৬১৯ জন।