• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০২:২৬ পিএম

যে কারণে এখন ভারত ভ্রমণ বিপজ্জনক

যে কারণে এখন ভারত ভ্রমণ বিপজ্জনক

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভারতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। অতি জরুরি ছাড়া ওই দেশ ভ্রমণ না করাই ভালো বলে মত দিয়েছে সংস্থাটি। খবর এনডিটিভি

সিডিসি বলেছে, বর্তমানে ভারত করোনায় আক্রন্ত ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এ অবস্থার কারণে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীরাও করোনার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। এমনকি তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই ভারতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকা উচিত।

আপনাকে যদি ভারতে ভ্রমণ করতেই হয় তবে ভ্রমণকারীর মাস্ক পরা উচিত, অন্যদের থেকে ৬ ফুট দূরে থাকতে হবে, ভিড় এড়ানো উচিত এবং তাদের হাত ধোয়া উচিত বলে উল্লেখ করেছে সিডিসি।

করোনাভাইরাস টানা কয়েক দিন ভারতে মারাত্মক রূপ ধারণ করেছে । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে রেকর্ড ১ হাজার ৭৬১ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ১৭০ জন।