• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০২:৩৬ পিএম

করোনার বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছে ভারতীয় সেনাবাহিনী

করোনার বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছে ভারতীয় সেনাবাহিনী

টানা ষষ্ঠ দিন দুই লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়ার পর ভারতের সেনাবাহিনীকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ‘যুদ্ধকালীন স্বাস্থ্যসেবার প্রস্তুতি’ নিয়েই জরুরি তৎপরতায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজনাথ সিংহ জানান, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দেশে জরুরি পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই সেনাবাহিনীকে সব অবকাঠামো ও স্বাস্থ্য সুবিধা দিয়ে দেশবাসীকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে সেনা বাহিনীর শীর্ষকর্তাদের তদারকির নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

রাজ্যগুলির সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে সংক্রমণ রোধ ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করবে সেনাবাহিনী। এছাড়াও বিভিন্ন রাজ্যে সেনাবাহিনীর সেবা অবকাঠামো জনগণের স্বার্থে ব্যবহার হবে। সরকারের নির্দেশে মঙ্গলবারই মাঠে নেমেছে সেনাবাহিনী।

জনসাধারণের চিকিৎসার জন্য দিল্লিতে খুলে দেওয়া হয়েছে ৫০০ বেডের সামরিক হাসপাতাল। এছাড়াও লখনউতে আরও দুটি হাসপাতাল সর্বসাধারণের জন্য ব্যবহার হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন