• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ১০:৫৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ১১:২৩ এএম

৫৩ নাবিকসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

৫৩ নাবিকসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

মহড়াকালে ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ নাবিকসহ নিখোঁজ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে বালি দ্বীপের উপকূল থেকে মহড়ার জন্য সাবমেরিনটি যাত্রা শুরু করে। খবর রয়টার্স

দেশটির সেনাপ্রধান হাদি জাজান্তো বলেছেন, “কেআরআই নাংগালা-৪০২ নামের সাবমেরিনটি ৪৪ বছরের পুরোনো। উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে যাওয়ার পর থেকে সাবমেরিনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা খুঁজে বের করতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। আমরা ওই এলাকাটি ভালোভাবে চিনি। তবে সেখানকার গভীরতা অনেক বেশি।”

সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশির জন্য ইন্দোনেশিয়ার সাহায্যের অনুরোধে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত সাড়া দিয়েছে বলে এক বিবৃতিতে জানা যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, গভীর পানিতে মহড়া চালানোর অনুমতি পাওয়ার পর থেকে সাবমেরিনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে মোট পাঁচটি সাবমেরিন রয়েছে, যার মধ্যে এটি একটি।