• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০১:৪৯ পিএম

ভারতে তিন গুণ শক্তিশালী করোনার ধরন শনাক্ত 

ভারতে তিন  গুণ শক্তিশালী করোনার ধরন শনাক্ত 

ভারতে এবার করোনাভাইরাসের ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ শনাক্ত হয়েছে। যার বাংলা মানে দাঁড়ায় তিনবার রূপ পরিবর্তনকারী ধরন। এ  ধরনটি তিন গুণ বেশি শক্তিশালী।

এর আগে দেশটিতে করোনার ‘ডাবল মিউট্যান্ট’ ছড়িয়ে পড়ে। এটার আতঙ্ক কাটতে না কাটতেই এসে গেল নতুন এ রূপটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই করোনার ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ ছড়িয়ে পড়েছে। আক্রান্তের লাল তালিকায় রয়েছে মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গ রাজ্য।

বিশেষজ্ঞরা বলেছেন, করোনার তিনটি আলাদা ধরন একীভূত হয়ে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ সৃষ্টি হয়েছে। এই ধরনটি সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ বেশি। ফলে আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতিও হচ্ছে খুব দ্রুত। আপাতত এই ধরনের বিরুদ্ধে একের পর এক টিকার কার্যকারিতা পরীক্ষা করে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। 

তবে সবার আগে প্রয়োজন নিয়মিত জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ধরনটির চরিত্র বিশ্লেষণ করা উচিত বলে মনে করেন তারা।