• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৩:৫২ পিএম

ভারতের উচ্চ আদালতের নির্দেশ

‘ভিক্ষা, ধার কিংবা চুরি করে’ অক্সিজেন জোগাড় করুন

‘ভিক্ষা, ধার কিংবা চুরি করে’ অক্সিজেন জোগাড় করুন

টানা এক সপ্তাহ ধরেই সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড গড়ে চলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

এদিকে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের ঘটতি কারণে মারা যাচ্ছেন অনেক করোনা রোগী। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দেশে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে ভারতের উচ্চ আদালত। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে এই সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে জাতীয় পরিকল্পনা প্রকাশের নির্দেশ দিয়েছেন। দেশটির ছয়টি রাজ্যের উচ্চ আদালতে অক্সিজেন সংকট নিয়ে শুনানি হয়েছে। এসব শুনানির রায়ে জাতীয় সম্পদের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অক্সিজেন, প্রয়োজনীয় ঔষধ, চিকিৎসা সেব আর টিকা - এই চারটি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেক রাজ্যকে কাজ করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও তামিল নাড়ুতে অব্যবহৃত কপার প্ল্যান্টে অক্সিজেন উৎপাদনের জন্যেও নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে দিল্লিতে তিন দিন ধরে জরুরি স্বাস্থ্য সেবার সংকট নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় অক্সিজেন সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতা নিয়ে হতাশা জানান আদালত। এমনকি প্রয়োজনে ‘ভিক্ষা, ধার কিংবা চুরি করে’ অক্সিজেন জোগাড় করতে নির্দেশ দেওয়া হয় শুনানিতে।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার পর্যন্ত) ভারতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একই সময়ে মারা গেছেন ২ হজার ১০৪ জন করোনা রোগী।

আরও পড়ুন