• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৫:৩২ পিএম

ডুবোজাহাজ নিখোঁজ, ৫৩ ক্রুকে জীবিত উদ্ধারের চেষ্টা

ডুবোজাহাজ নিখোঁজ, ৫৩ ক্রুকে জীবিত উদ্ধারের চেষ্টা

নিখোঁজ সাবমেরিনের ৫৩ জন ক্রুকে উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযানে নেমেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। তবে তাদের জীবিত উদ্ধার করতে হাতে সময় মাত্র ৭২ ঘণ্টা।

বিবিসি জানায়, বুধবার সকালে নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ সাবমেরিনটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বালি দ্বীপের সাগর তীর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এটি। এতে ৭২ ঘণ্টার অক্সিজেনসহ ৫৩ জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

বুধবার একটি সামরিক মহড়ায় যোগ দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সাবমেরিনটি। সাগরের কিছু অংশে তেল ভাসতে দেখে ধারণা করা হচ্ছে সাবমেরিনের যাত্রীরা তেল ঢেলে উদ্ধারের জন্য বার্তা দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সাবমেরিনসহ ক্রুদের উদ্ধারে ছয়টি যুদ্ধযাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ উদ্ধারকর্মী এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর জার্মানি উদ্ধারকারী জাহাজ ও সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে।

আরও পড়ুন