
এবার ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে রাজ্যের ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে খবর এনডিটিভি
বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলীপ শাহ বলেন, “হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
আবিনাশ পাতিল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক বন্ধুর ফোন পাই। তার শাশুড়ি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে পৌঁছে আমি হাসপাতালের বাইরে দমকলের গাড়ি দেখতে পাই। ধোঁয়ায় আচ্ছন্ন ছিল আইসিইউ কেন্দ্র। সেখানে মাত্র দুইজন নার্স দেখেছি, কোনো ডাক্তার ছিল না।”
হাসপাতালে চিকিৎসকরা ছিলেন না, বিষয়টি অস্বীকার করেছেন দিলীপ শাহ।
মহারাষ্ট্রে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন করোনায় আক্রান্ত রোগীরা। এর আগে হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাংকার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে।