• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২১, ০১:২৮ পিএম

সর্বোচ্চ সংক্রমণের তৃতীয় দিনে ভারতে মৃত্যুর রেকর্ড

সর্বোচ্চ সংক্রমণের তৃতীয় দিনে ভারতে মৃত্যুর রেকর্ড

টানা তৃতীয় দিন বিশ্বের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৪৬ হাজার জনের দেহে করোনা ধরা পড়ে। একইসঙ্গে মৃত্যু হয় ২ হাজার ৬২৪ জনের। যা ভারতে এ পর্যন্ত করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড।

গত তিন দিন ধরেই সংক্রমণের বিশ্ব রেকর্ড গড়ছে ভারত। প্রতিদিনই শনাক্ত হয়েছে তিন লাখের বেশি রোগী। শনিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৫ লাখের বেশি।

এ পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৬৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এদিকে অক্সিজেনের অভাবে সারা দেশেই স্বাস্থ্যসেবার বিপর্যয় চরমে পৌঁছেছে। সরকারের পাশাপাশি সেনাবাহিনী আর বেসরকারিভাবেও অনেক প্রতিষ্ঠান মুমূর্ষু করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহে কাজ করছে।

শনিবার দিল্লি ও মহারাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন ৭৭৩জন রোগী। দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৪৮ জনের।

শুক্রবার করোনা পরিস্থিতির অবনতিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সংকট মোকাবেলায় সব রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

১৫ এপ্রিল থেকে প্রতিদিন ভারতে দুই লাখের বেশি করোনা সংক্রমণ হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজারে।

আরও পড়ুন