• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৮:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২১, ০৮:৪৫ পিএম

করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ

করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ

প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, সাহিত্যিক ও সংগীতশিল্পী বুদ্ধদেব গুহ করোনা আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে লেখক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) আনন্দবাজার ডিজিটাল জানায়, এই মুহূর্তে আইসোলেশনে আছেন এই কথাসাহিত্যিক। ৮৬ বছর বয়সী বরেণ্য লেখক ‘অববাহিকা’, ‘বাবলি’র মতো বিখ্যাত উপন্যাসের স্রষ্টা।

১৯৩৬ সালের ২৯ জুন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গলমহল’।

‘মাধুকরী’, ‘হলুদ বসন্ত’র লেখক বুদ্ধদেব গুহ প্রথম জীবনে শুধুমাত্র শিকার ও প্রকৃতিবিষয়ক লেখার মাঝেই সীমাবদ্ধ ছিলেন। পরবর্তীতে কবিতা, ছোটগল্প ও উপন্যাসের মাধ্যমেও পাঠকদের মন জয় করেন তিনি।

‘কোয়েলের কাছে’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কোজাগর’ ইত্যাদি বিখ্যাত উপন্যাস তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তার রচিত গোয়েন্দা চরিত্র ‘ঋজুদা’ কিশোর সাহিত্যে তুমুল জনপ্রিয়। এছাড়াও বেশ কিছু প্রেমের উপন্যাস জন্যেও পাঠকপ্রিয় বুদ্ধদেব গুহ। তাঁর রচিত বই থেকে বেশ কিছু নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাহিত্যের স্বীকৃতিসরূপ বেশ কিছু পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন