• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২১, ০৬:২৩ পিএম

লগ্ন পেরিয়ে যাওয়ার ভয়ে পিপিই পড়েই বিয়ে

লগ্ন পেরিয়ে যাওয়ার ভয়ে পিপিই পড়েই বিয়ে

শুভ কাজে দেরি করতে নেই। আর তাই লগ্ন পেরিয়ে যাওয়ার আগেই করোনা আক্রান্ত পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের এক নারী। কেরালার আলাপপুঝা ভ্যান্ডানাম সরকারি হাসপাতালে করোনা ওয়ার্ডে সীমিত আকারে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এক বছর আগেই বিয়ের দিন নির্ধারণ হয়েছিল। আর তাই বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার আশঙ্কায় দেরি করতে চায়নি বর ও কনেপক্ষ।

রোববার বিয়ের সাঁজের পরিবর্তে পিপিই পরেই বিয়ের মঞ্চে হাজির হন বরবধূ। ভারতের কেরালা রাজ্যের এই ব্যতিক্রমী বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

বড় সরথমন মধ্যপ্রাচ্যে কর্মরত আছেন। বিয়ে উপলক্ষে ভারতে এসে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন তিনি। নিজে করোনা আক্রন্ত না হলেও স্বাস্থ্য সতর্কতা মেনেই বিয়ে করতে রাজি হন ২৩ বছর বয়সী পাত্রী আভিরামি।

ডিস্ট্রিক্ট কালেক্টর ও হাসপাতাল কর্তৃপক্ষ বিয়ের অনুমতি দিলে হাসপাতাল প্রাঙ্গনেই আয়োজন সম্পন্ন হয়। পরে তাঁর পাত্রী তার চাচার বাসায় ফিরে গেলে স্বামী সরথমন হাসপাতালেই থেকে যান।

আরও পড়ুন