• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৩:০১ পিএম

যুক্তরাজ্যের গবেষণা

টিকার প্রথম ডোজেই অর্ধেক সংক্রমণ কমে

টিকার প্রথম ডোজেই অর্ধেক সংক্রমণ কমে

করোনার টিকার প্রথম ডোজ সংক্রমণ অর্ধেকে নামিয়ে আনতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় - পাবলিক হেলথ ইংল্যান্ড, পিএইচই। গবেষণায় দেখা গেছে টিকা প্রাপ্তদের দেহ থেকে অন্যদের তুলনায় ভাইরাস কম ছড়ায়।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রাপ্তদের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে। এতে দেখা গেছে, টিকা নেওয়ার তিন সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তর সংস্পর্শে যারা এসেছে তারা কেবল ৩৮ থেকে ৪৯ ভাগ ক্ষেত্রে করোনা আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রথম ডোজ টিকা দেওয়ায় তাদের কাছ থেকে পরিবারের অন্যদের সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমেছে।

টিকা দেওয়ার ১৪ দিন পর থেকেই সংক্রমণের এই ঝুঁকি কমতে শুরু করে। এছাড়াও টিকা প্রাপ্তদের করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি তথা মৃত্যুর ঝুঁকিও কমে।

দুই ডোজ টিকা নেওয়ার পর করোনা ছড়ানোর ঝুঁকি কতটা হ্রাস পায় – সে ব্যাপারেও গবেষণা চলছে। যদিও পিএইচই-র গবেষণায় আরও দাবি করা হয়েছে ঘরের মধ্যে কিংবা বদ্ধ জায়গায় করোনা সংক্রমণের কমাতেও টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন