• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৫:১৩ পিএম

আসামের ভূমিকম্পে কেঁপে উঠলো ভুটান

আসামের ভূমিকম্পে কেঁপে উঠলো ভুটান

ভারতের আসামে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পরাঘাতে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গ। ভূমিকম্পের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে ১০ কিলোমিটার উত্তরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার সকালে এই ভূমকম্পন রেকর্ড করে ভারতের ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র। স্থানীয়দের ধারণকৃত ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে। কিছু বাড়িতে জানালা ও দেয়ালেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এদিকে একই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভুটানেও। দেশটিতে সর্বোচ্চ ৬ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এতে রাস্তাঘাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্স জানায়, সকালে ৮টার দিকে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরের বাইরে চলে আসেন। এর আগে গত সপ্তাহেও সিকিমের রাজধানী গ্যাংটকে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়।

বুধবার (২৮ এপ্রিল) ভূমিকম্পের পর আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করে যেকোন প্রকার ক্ষয়ক্ষতিতে সহায়তার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন