• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০৫:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২১, ০৫:৫০ পিএম

বিনামূল্যে অক্সিজেন ও চিকিৎসা দিচ্ছে ভারতের মসজিদগুলো

বিনামূল্যে অক্সিজেন ও চিকিৎসা দিচ্ছে ভারতের মসজিদগুলো

সংক্রমণের দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে দেশটির মসজিদ আর মাদ্রাসাগুলো। মানবতার অনন্য নজির স্থাপন করেছে গির্জা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় সংস্থা।

অক্সিজেন আর আসন সংকটের কারণে অনেক রাজ্যেই হাসপাতালে সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এমন পরিস্থিতিতে বেশ কিছু ধর্মীয় উপাসনালয়ে রোগীদের জন্য অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে।

 গুজরাটের ভাদোদারা শহরের জাহাঙ্গীরপুরা মসজিদে করোনা রোগীদের ক্যাম্পের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজ্যের দারুল উলুম মসজিদেও ১৪২ শয্যার একটি চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে।

প্রয়োজনে এটিকে ১ হাজার শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে মসজিদ কমিটি। যদিও এসব মসজিদে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ তাদের।

এদিকে রাজধানী দিল্লিতে শাহী বাগ ওয়ালি মসজিদ থেকে স্থানীয় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন দেওয়া হচ্ছে। পাশাপাশি ২ হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।

বিভিন্ন রাজ্যের মাদ্রাসাগুলোতেও করোনা রোগীদের আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন