• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ১১:১১ এএম

ভারতে আবারও সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত প্রায় ৪ লাখ

ভারতে আবারও সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত প্রায় ৪ লাখ

সর্বোচ্চ সংক্রমণের পরদিন আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘণ্টায় (রোববার ২ মে পর্যন্ত) দেশটিতে করোনা আক্রান্ত ৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রন্ত হয়েছে ৩ লাখ ৯২ হাজার মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, এ নিয়ে ভারতে এক মাসে ৬৬ লাখ সংক্রমণ হয়েছে। যেখানে জানুয়ারি থেকে মার্চ - এই তিন মাসে করোনা আক্রান্ত হয়েছিল ২০ লাখেরও কম মানুষ।

এর আগে শনিবার দেশটিতে রেকর্ড চার লাখের বেশি করোনা সংক্রমণ হয়, যা বিশ্বে এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। তবে পরিস্থিতির উন্নতি না হলে শীঘ্রই দেশটির মোট আক্রন্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত চার দিন ধরেই ভারতে করোনায় মৃতের সংখ্যা তিন হাজারের উপর রেকর্ড হয়েছে। এদিকে, সংক্রমণ রোধে নতুন পরিকল্পনা করতে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে হাসপাতালগুলোতে অক্সিজেনের সঙ্গে তীব্র হচ্ছে টিকার সংকট। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ চিকিৎসা সরঞ্জাম ও ভ্যাকসিন দিয়ে সহায়তার চেষ্টা করলেও দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত সরকার।

আরও পড়ুন