• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ১২:৫২ পিএম

২০০-এর বেশি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি ৮৮

২০০-এর  বেশি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি ৮৮

পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ভোটগ্রহণ গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০০-এর বেশি আসনে  এগিয়ে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। 

২০১১ সাল থেকে টানা দুই দফায় ক্ষমতা লাভের পর এবারও বিজেপিকে ধরাশায়ী করতে যাচ্ছে রাজ্যের প্রধান রাজনৈতিক দল তৃণমূল। আনন্দবাজার আর এনডিটিভির প্রকাশিত ভোটের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় আসবেন- এমনটাই ইঙ্গিত করছে।

অন্যদিকে প্রাথমিক ভোট গণনায় পিছিয়ে থাকলেও এখনো আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৮টি আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদির দল বিজেপি। 

সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম রাউন্ডের গণনার শুরুতে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেষ হাসি হাসতে যাচ্ছে তৃণমূল।

এদিকে তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামে অঘটন ঘটাতে যাচ্ছে বিজেপি। সর্বশেষ ভোট গণনায় জেলায় মমতার চেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ও তার সাবেক কর্মী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের অন্য সব আসনে তৃণমূলের দাপট থাকলেও নন্দিগ্রামে চার হাজারের বেশি ভোটে এগিয়ে আছে বিজেপি।

বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ২৯২টি আসনের ভোট হয়েছে। শেষ পর্যন্ত ১৪৮ আসনে বিজয় নিশ্চিত করতে পারলেই ক্ষমতা লাভের পথে এগিয়ে যাবে তৃণমূল।

আরও পড়ুন