• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০৪:০৮ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল, আসামে বিজেপি, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে

পশ্চিমবঙ্গে তৃণমূল, আসামে বিজেপি, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে

ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরালা, পন্ডিচেরি ও আসামে বিধান সভা নির্বাচনের ভোট গণনা হচ্ছে রোববার (২ মে)। এরইমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে প্রাথমিক ভোট গণনার ফলাফল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটের দৌড়ে পশ্চিমবঙ্গে তৃণমূল, আসামে বিজেপি, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে আছে। এই চার রাজ্য ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে ভোটযুদ্ধে এগিয়ে আছে এএনআইআরসি-বিজেপি জোট।

ভোটের ফল বলছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় অনেকটাই নিশ্চিত। ২০৫টির বেশি আসনে এগিয়ে থেকে তৃতীয়বারের মতো সরকার গঠনের লক্ষ্যে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আসামে ১২৬ আসনের মধ্যে ৮০টির বেশি আসনে জয় পেতে যাচ্ছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ৪০ আসনে।

এছাড়া কেরালায় রাজ্যের প্রধান রাজনৈতিক দল এলডিএফের দাপটে পিছিয়ে পড়েছে বিজেপি।  এলডিএফ অন্তত  ৮০ টির বেশি আসনে এগিয়ে থাকলেও বিজেপি জয়ের আশা দেখছে মাত্র ৩ আসনে। কংগ্রেসের শরিক জোট ইউডীএফ এগিয়ে আছে ৪৭ আসনে।

অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে বিজেপির শরিক জোট এআইএনআরজি ৩০ আসনের মধ্যে ১১টি তে এগিয়ে আছে। কংগ্রেসের বিজয়ের সম্ভাবনা ছয় আসনে।
 

ভারতের প্রায় সব রাজ্যেই রাজ্যেই প্রতি পাঁচ বছর পর পর বিধানসভা নির্বাচন হয়ে থাকে। তবে এবছর মহামারীর মাঝেও নানা আলোচনা আর সমালোচনার কারণে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে বিজেপি-তৃণমূলের এই ভোটের লড়াই।

আরও পড়ুন