• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০১:২১ পিএম

২ কোটি সংক্রমণের পথে ভারত, দেশজুড়ে লকডাউনের প্রস্তুতি

২ কোটি সংক্রমণের পথে ভারত, দেশজুড়ে লকডাউনের প্রস্তুতি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার মানুষ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ নিয়ে দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়াবে।

এই মুহূর্তে দেশটিতে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯৫৯। সর্বোচ্চ সংক্রমণের দিক থেকে দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানেই রয়েছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের নির্দেশনা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রোববার থেকেই লকডাউনে যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাব ও ওড়িশা রাজ্য।

এক বিবৃতিতে সর্বোচ্চ আদালত জানায়, “কেন্দ্র ও রাজ্য সরকারকে সব ধরণের জনসমাগম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জনস্বার্থে সব রাজ্যে লকডাউন জারি করতে হবে।”

রোববার মধ্যরাতের মধ্যে দিল্লির অক্সিজেন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

গত ১০ দিন ধরেই ভারতের দৈনিক ৩ লাখের ওপর সংক্রমণ রেকর্ড হচ্ছে। শনিবার বিশ্বের সর্বোচ্চ দৈনিক ৪ লাখ সংক্রমণের রেকর্ড গড়ে দেশটি।