• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৩:২০ পিএম

শ্মশানের গেটে ঝুলছে ‘হাউসফুল’ নোটিশ

শ্মশানের গেটে ঝুলছে ‘হাউসফুল’ নোটিশ

করোনায় বেহাল দশা ভারতের। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি। মৃত্যু ও সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। দেশটির শ্মশানে লাশের সারি। হাসপাতালের মর্গ ও শ্মশানগুলোতে উপচে পড়ছে মৃতের সংখ্যা। 

করোনায় মৃতদের শেষকৃত্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। অবস্থা এমন, শ্মশানে আর স্থান সঙ্কুলান হচ্ছে না। মরদেহ শেষকৃত্যের জায়গা না থাকায় কর্নাটকের একটি শ্মশানের ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘হাউসফুল’ নোটিশ। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের চামরাজপেটের জায়গার অভাবে ‘হাউসফুল’ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে শ্মশান কর্তৃপক্ষ। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ১৩টি ইলেকট্রিক চুল্লির বাইরেও ঝুলছে হাউসফুল নোটিশ। করোনায় প্রতিদিন বহুসংখ্যক মানুষের মৃত্যুর কারণেই সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির।