• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ১০:৫৬ এএম

কোভিড টিকার মেধাস্বত্ব ছাড়ে যুক্তরাষ্ট্রের সমর্থন

কোভিড টিকার মেধাস্বত্ব ছাড়ে যুক্তরাষ্ট্রের সমর্থন

করোনার টিকার মেধাস্বত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন। ‘বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে’ ভারত ও দক্ষিণ আফ্রিকা মেধাস্বত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব করেছিল। খবর বিবিসি অনলাইন।

বুধবার (৫ মে) যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের নীতি ছেড়ে এ সিদ্ধান্ত নেন বাইডেন। 

তবে বাইডেনের এমন সিদ্ধান্তে স্বভাবতই খুশি হতে পারেনি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, এ উদ্যোগের কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই বলেন, “বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তখন তা করতে হয়।”

ক্যাথরিন আরো জানান, কোভিড টিকার মেধাস্বত্ব নিয়ে এই উদ্যোগ এখনই কার্যকর হচ্ছে না। এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ডব্লিওটিও সদস্য দেশগুলোর সময়ের প্রয়োজন হবে।