• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ০৫:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ০৫:২৮ পিএম

নেপালেও লাগামহীন করোনা, সংক্রমণ-মৃত্যুর রেকর্ড

নেপালেও লাগামহীন করোনা, সংক্রমণ-মৃত্যুর রেকর্ড

ভারতের পর এবার করোনার প্রকোপে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। সংক্রমণের দ্বিতীয় ঢেউতে ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালগুলোতেও রোগীদের আসন সংকুলান হচ্ছে না।

এমন পরিস্থিতিতে বিদেশী রাষ্ট্রগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

সিএনএন জানায়, প্রতি ১ লাখ মানুষে অন্তত ২০ জন করোনা রোগী শনাক্ত হচ্ছে নেপালে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা এ পর্যন্ত নেপালে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে শহরাঞ্চল থেকে শুরু করে এভারেস্ট পর্বতেও ছড়িয়ে পড়ছে করোনা। লকডাউন ও জরুরি সতর্কতা জারি হয়েছে অনেক অঞ্চলে।

সপ্তাহের শুরুতে নেপালে করোনা পরীক্ষায় ৪৪ ভাগ ফলই পজিটিভ আসে। কয়েক সপ্তাহ আগে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারত। তাই গবেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতির উন্নতি না হলে ভারতের মতো বিপর্যয়ে পড়বে দক্ষিণ এশিয়ার দেশটি।

রেড ক্রস আর রেড ক্রিসেন্টসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা নেপালের করোনা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে।

আরও পড়ুন